বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল না খেললোও ভিনদেশী ফুটবল দলগুলোকে বরাবরই সমথর্ন দিয়ে যাচ্ছে, হরহামেশাই ফুটবলের প্রতি ভালবাসা বাংলাদেশের ফুটবল পাগল ভক্তকুলের। বিশ্বকাপ আসলে ফুটবলে ডুবে থাকে সমগ্র বাঙালি জাতি।
এবার বাংলাদেশের ফুটবলের সমর্থকদের নজর কেড়েছে আর্জেন্টিনা সাংবাদিক আন্দ্রোস ইয়োসেনের। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়া মানুষের হৃদয় ছুঁয়েছে এই সাংবাদিকের। তিনি মেসি – দিবালাদের খেলায় মত্ত বাংলাদেশের মানুষের সমথর্ন দেখে রীতিমতো মুগ্ধ।
ইযোসেন বলেন, বাংলাদেশের মানুষ দু ভাগে বিভক্ত হয়ে আর্জেন্টিনা – ব্রাজিল ম্যাচ দেখে তা সত্যি আমাকে অবাক করছে বিশেষ করে, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতি দেখে এবং মেসিদের খেলার অগনিত ভক্ত দেখে আপ্লুত হয়েছেন তিনি । তিনি বলেন, আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতলে বাংলাদেশে আসবেন।
কিছুদিন আগে আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের শীর্ষ ফুটবল লীগ মেসির হাতে লাল সবুজ পতাকা সম্বলিত এডিট করা ছবি পোষ্ট করে (Slecetion Argentina) এতে করে বাংলাদেশি ফুটবল ভক্তদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা শীর্ষ ফুটবললীগ
এছাড়াও ফিফার অফিসশিয়াল পেজে স্হান পেয়েছে আর্জেন্টিনার খেলা দেখা বাংলাদেশের ফুটবল প্রেমীদের ছবি।