1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিপক্ষে খেললে বাড়তি চাপে থাকে ভারত

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর সপ্তাহ খানেক পরই শুরু হবে । এই আসরকে ঘিরে প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই মিরপুরে অনুশীলনে যোগ দিয়েছেন স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
এরপর দিন ২০ ফেব্রুয়ারি দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সেদিন টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালি ভারত। তবে ভারত শক্ত প্রতিপক্ষ হলেও তাদের হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।আজ রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে বাশার বলছিলেন, ‘প্রথমদিকে চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না তারা।
তবে আমরা কিন্তু দেখেছি চাপে কয়েকবার ভেঙে পড়তে।”আমার মনে হয় তারা যখন বাংলাদেশের সাথে খেলে তারা একটু বাড়তি চাপে থাকে। দল যদি হিসেব করেন তাহলে ভারত দলকে শক্ত মানতে হবে।
তারা এগিয়ে আছে তাদের অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়, ম্যাচ উইনিং খেলোয়াড় আছে। কিন্তু ভারত কিন্তু চাপে থাকে আমাদের সাথে খেলার সময়। আমরা যদি প্রথম বল থেকে তাদের চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। আমরা এখন আগের থেকে ভালো দল, তো ভারতকে হারাতে পারবো না এমনটা মনে হয় না।’সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধুর স্মৃতি টেনে বাশার বলছিলেন, ‘স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত। দেখেন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। বিশ্বকাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড ভালো। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি। এবারও যে পারবো না তা কিন্তু না। যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই মনের মধ্যে বা বুকের মধ্যে ওই সাহসটা নিয়ে যাওয়াই উচিত।’ 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD