1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সাইফ-কারিনার সংসারে ভাঙনের সুর?

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

যদিও চলতি বছরের ১৬ জানুয়ারি বলিউড অভিনেতা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে এক ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারী সাইফের পুত্র জেহের ঘরে প্রবেশ করে। তখন সাইফ বাধা দিতে চাইলে হামলাকারী অভিনেতাকে ছুরি দিয়ে ছয়বার আঘাত করে। প্রায় এক মাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি!‘ছোটে নবাবে’র ওপর হামলার ভয়াবহ ঘটনায় যখন পতৌদি পরিবার উদ্বিগ্ন, ঠিক সেই সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) কারিনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বেবো, যা নিয়ে এত হইচই শুরু হয়েছে?

কারিনা কাপুর পোস্টে জীবনের কঠিন সময়ে নম্র বা বিনীত থাকার পাঠ দেওয়া হয়েছে।

কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সবচেয়ে বেশি স্মার্ট।’

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান, বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, সাইফের ওপর হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD