যদিও আগে গান নিয়ে চর্চায় ছিলেন গায়ক শেখ সাদী। এখন অভিনেত্রী পরিমণিকে জড়িয়ে চর্চিত হচ্ছে তার নাম। আদালতে পরীমণির জামিনদার হওয়ার পর তাদের ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। দুজনেই অবশ্য তা অস্বীকার করেন।
তবে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পরী’ সম্পর্কিত একটি পোস্ট দেন সাদী। সাদা পোশাকে নিজের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আই ডোন্ট লাইক গার্ল অ্যানিওয়ান, আই ডিজার্ভ পরী’।
এ ছাড়া অভিনেত্রী তার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে চাঁদ নিয়ে বানানো একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে প্রজাপতি আর ভালোবাসার ইমোজি দিয়ে লিখেন, ‘আমার চাঁদ…’। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজে সাদীর গাওয়া গান ‘চাঁদটা কে বলব’!
দুজনকে ঘিরে নতুন এই আলোচনার বিষয়ে পরীমণি ও সাদীর মন্তব্য পাওয়া যায়নি।