এবার রাজশাহীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওইপুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম মো. আমিনুল ইসলাম (৩৯)। তিনি নওগাঁর মান্দা উপজেলার জোঁকাহাট শিবনগর এলাকার মৃত আজিম উদ্দিন প্রামানিকের ছেলে।
আমিনুল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) এএসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আরএমপির রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হেলানাবাদ এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন আমিনুল। সেখানে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।