ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার ভোরে শুরু হয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩১’। গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে।
বসন্তের ফুরফুরে বাতাসে প্রতি বছরের মতো এবারও নাচে-গানে ফাল্গুনকে বরণ করে নেওয়ার এই আয়োজন করে ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।’ এটি তাদের ৩১তম বসন্ত উৎসব।
সকাল সাড়ে ৭টায় উৎসব শুরু হয়েছে। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ।
আয়োজন ঘিরে তরুণ-তরুণীদের বাসন্তী রঙের পোশাকে সুশোভিত হয় বকুলতলা।