কর্মক্ষেত্রে বিশাল পদোন্নতি হোক এমনটাই চেয়েছিলেন নিতিন (ছদ্মনাম)। বহুল প্রতীক্ষিত সেই স্বপ্ন পূরণও হলো তার। কর্মক্ষেত্রে প্রতি দিন ১৪ ঘণ্টা কাজ করে প্রায় ১১ কোটি টাকা বেতনে পদোন্নতি হয় নিতিনের।
কিন্তু সেই সঙ্গে তার কাছে আসে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব।
কর্মরত প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজারের পদে যোগ দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে তাঁর জীবনে নেমে আসে ব্যক্তিগত বিপর্যয়।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ই-কমার্স সংস্থায় চাকরি করেন নিতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বছরের পর বছর ধরে তিনি তার পরিবারকে উপেক্ষা করে সংস্থায় পদোন্নতির জন্য কাজ করেছিলেন। তার এই কঠোর পরিশ্রম নজরে এসেছিল কর্তৃপক্ষের।তিনি তার পেশাগত লক্ষ্য অর্জন করেছিলেন। প্রায় ১১ কোটি কোটির চিত্তাকর্ষক বেতনে সিনিয়র ম্যানেজার হিসাবে পদোন্নতি পেয়েছিলেন নিতিন।
পদোন্নতির সেই আনন্দ স্থায়ী হয়নি তার। কারণ তার স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।
কাজের ব্যস্ততার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারিবারিক মুহূর্তে তিনি যোগদান করতে পারেননি।তিন বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন পদোন্নতির জন্য। সে কারণে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি অফিসের কাজেই নিজেকে নিয়োজিত করেছিলেন।অফিসের মিটিংয়ের কারণে মেয়ের জন্মের সময়ও তিনি উপস্থিত থাকতে পারেননি। প্রসবের পর তিনি স্ত্রীকেও সময় দিতেন না বলে স্বীকার করে নিয়েছেন তিনি।সে কারণে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। এই পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই নিতীনের সমালোচনায় যোগ দিয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস