এবার টঙ্গীর তুরাগতীরে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথা অনুযায়ী ইজতেমার দ্বিতীয় পর্বেও ৯টি যৌতুকবিহীন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় ৯৫টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলো।যৌতুকবিহীন বিয়ের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ।বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন বিয়ের আসর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।তাবলিগের রেওয়াজ অনুযায়ী, বর-কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
যৌতুকবিহীন বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড় শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পতির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।