1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করা ইনফ্লুয়েন্সার বিষয়ে যা জানা গেলো

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

 

এবার টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নামটি আবারো আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার তার এক পোস্টে দাবি করেছেন যে, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন।

অ্যাশলে জানিয়েছেন, তার ও ইলন মাস্কের পরিচয় হয় তিন বছর আগে, এবং পাঁচ মাস আগে তারা একটি সন্তানের বাবা-মা হয়েছেন। তবে ইলন মাস্কের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবি নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

অ্যাশলে তার সন্তানের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে চিন্তা করে এতদিন সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন যাতে তাদের গোপনীয়তাকে সম্মান জানানো হয় এবং এই বিষয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন না করা হয়।

অ্যাশলে ‘এলিফ্যান্টস আর নট বার্ডস’ নামক একটি বই লিখে পরিচিত হয়েছেন। তিনি বর্তমানে ম্যানহাটনে একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন, যার মাসিক ভাড়া ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা)।

এক প্রতিবেশী জানিয়েছেন, অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক জানার পর তিনি মোটেও অবাক হননি, বরং এমন কিছু ঘটবে বলে তিনি আগে থেকেই ধারণা করেছিলেন। এটি সত্যি হলে, ইলন মাস্কের ১৩তম সন্তান হতে যাচ্ছে অ্যাশলে। এর আগে চারবার বিয়ে করেছেন ইলন মাস্ক।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD