1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

ছেলের বউ আমার থেকে দশ বছরের ছোট- শ্রাবন্তী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
messenger sharing button
facebook sharing button
whatsapp sharing button
sharethis sharing button

যদিও  সমালোচনার আরেক নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিভিন্ন কারণেই প্রায়শই সংবাদের শিরোনাম হন টলিউডের জনপ্রিয় এই নায়িকা। যেখানে বেশীরভাগ ক্ষেত্রেই প্রেম ও বিয়ে নিয়ে চর্চায় থাকেন তিনি। পর্যায়ক্রমে তিনজন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে অভিমন্যু অর্থাৎ ঝিনুককে একা হাতে মানুষ করছেন শ্রাবন্তী। বর্তমানে ঝিনুক বড় হয়েছেন। প্রেম করছেন মডেল দামিনী ঘোষের সঙ্গে। সামাজিক মাধ্যমে চোখ রাখলে প্রায়শই দেখা যায়, হবু বৌমার সঙ্গে নানা মুহূর্ত উদযাপন করছেন শ্রাবন্তী। হোক ভ্যাকেশন, হোক কিংবা পূজা, দামিনীর সঙ্গে লেন্সবন্দী হচ্ছেন অভিনেত্র

জানা যায়, ২০১৮ সাল থেকে প্রেম করছে অভিমন্যু ও দামিনী। শোনা যায়, ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী সে। এছাড়াও দামিনীর সঙ্গেই সংসার করতে চায় ঝিনুক। বৌমার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক খুব ভালো, একেবারে বন্ধুর মতো। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা জানালেন, হবু বউয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য মাত্র ১০ বছর।

ওই বক্তব্যে শ্রাবন্তী বলেন, ‘ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি ওদেরকে নিয়ে। কারণ আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। মেয়েটা আমার থেকে ১০ বছরের ছোট। সে হিসেবে আমার বোনেরই মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।’

এদিকে মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী। ছেলের সঙ্গেও এজন্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার কথায়, ‘আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু। এখন ঝিনুক আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! বলে, ‘তোমার মধ্যে কোনোদিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে!’ আমি বলি, আমার এরকমই ভালো লাগে (হাসি)।’ নিজেকে নিয়ে ভাবনা জানতে চাইলে বলেন আপাতত ব্যক্তিগত জীবন গোছানোর অর্থাৎ সংসার করার কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।

 

প্রেমের বিষয়ে বলেন, ‘প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। আমার একটু সময় লাগে সবকিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তাই না> তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি। আমার কিচ্ছু এসে-যায় না।’

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক। বিয়ের প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নায়িকার। সে বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এর তিন বছর পর রোশনকে বিয়ে করেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। সেটাও ভেঙে যায় বছর গড়াতেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD