1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

এখন  ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ৩ নাটক

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

এবার টিভির পাশাপাশি ইউটিউবের জন্য নিয়মিত নির্মিত হচ্ছে একক নাটক। এসব নাটক ইউটিউবে মুক্তি পেলেও দারুণ দর্শকপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক দিনে ইউটিউবে অনেক নাটকই প্রকাশিত হয়েছে। তার মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশের শীর্ষে জায়গা করে নিয়েছে তিনটি একক নাটক।

ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউবে মুক্তি পায় এটি।

যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ বাংলাদেশে ফিরে দাদিকে দূর দেশে নিয়ে যেতে চান। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদি দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরাও। এমন গল্প নিয়ে নির্মিত নাটকটি দুই দিনে ইউটিউবে প্রায় ৫৯ লাখবার দেখা হয়েছে। দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন।

ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘গুন্ডা’ নাটক। পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন জোবায়ের ইবনে বকর। প্রধান চরিত্র রূপায়ন করেছেন নিলয় আলমগীর। তা ছাড়াও অভিনয় করেছেন— আয়শা খান, রকি খান, আশরাফুল আলম সোহাগ, রাখি চৌধুরী, জাহিদ ইসলাম, তাইজুল ইসলাম প্রমুখ।

এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করেন কে এম সোহাগ রানা। এ নাটকে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সংগীতশিল্পী পড়শী ও তৌসিফ মাহবুব। নাটকটিতে আরো অভিনয় করছেন— এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমা প্রমুখ।

রোমান্টিক গল্পের নাটকটি গত ১৬ ফেব্রুয়ারি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ পর্যন্ত নাটকটি প্রায় ৩২ লাখবার দেখা হয়েছে। ভক্তরাও পড়শী-তৌসিফ জুটিকে দেশে প্রশংসা করছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD