1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সুদের টাকা হারাম, আমি নেব না: শাহরুখ খান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ছবির মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তার ছবি মানে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকপ্রিয়তায় পরিচিতি পেয়েছেন ‘কিং খান’ নামে।

পর্দার বাইরেও এমন বহু কাজ করেছেন শাহরুখ, যা পরবর্তী সময়ে তার প্রতি অনুরাগীদের ভালোবাসা আর সম্মান দুটোই বাড়িয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া।

রেণুর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, কীভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি।

ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ, এমনকি পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার ওপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন তিনি।

রেণুর কথায়, ‘আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসেবেই অভিনয় করেছেন। এবার যখন ‘ইত্তেফাক’ ছবিটি প্রযোজনা করার কথা হলো আমার এবং শাহরুখের, সেই ছবি বিষয়ক আলোচনার জন্য আমি তাকে ফোন করি। শোনামাত্রই শাহরুখ আমাকে বলেছিল, ‘রেণুজি, আপনি বড়। আপনি কেন আসবেন? আমি আসছি আপনার কাছে।’

শাহরুখ এর মধ্যে ব্যাপারটি ভুলে গিয়েছিল। রেণু আবার ফোন করলে সে তার বাসায় আসে। ছবির কথা শুনে রাজি হন। টাকা বিনিয়োগ করেন। ছবি শেষে বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গেলে শাহরুখ নিতে রাজি হননি। শাহরুখ বলেছিল, ‘সুদের টাকা নিতে পারব না। ওটা হারাম।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD