1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

নিজ ফ্ল্যাটে মার্কিন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
facebook sharing button
whatsapp sharing button
এবার  না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ। নিজ ফ্ল্যাট থেকে মিশেলের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি) তারা ফোনকল পেয়ে ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টে যান। সেখানে অচেতন অবস্থায় মিশেলকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনুসারে, পুলিশের তথ্য মতে, অভিনেত্রীর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। জানা গেছে, সম্প্রতি লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল অভিনেত্রীর।

এদিকে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে আর নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে।’

জনপ্রিয় এই অভিনেত্রীর এমন রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ‘গসিপ গার্ল’-এর সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। এই খবর হৃদয়বিদারক। ‘বাফি’ সহ-অভিনেতা জেমস মার্স্টার্স লিখেছেন, মিশেল ছিলেন বুদ্ধিমান, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বড় এক ক্ষতি।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD