1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫

এবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফের চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেন ডাকাতরা।

 

রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকায় আসার পথে সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।

 

ভুক্তভোগী যাত্রীরা জানান, রাজধানী পরিবহনের একটি বাস বেলা দুইটার দিকে ব্যাংক টাউন এলাকার সেতু পার হলে দুজন যাত্রী নামার জন্য বাসটি থামান। কিন্তু ওই দুজন বাস থেকে নামেননি; বরং আরও তিন থেকে চারজন চাপাতিসহ বাসে ওঠেন। এ সময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘সাভারে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে আমরা এখনো বাসের চালক বা হেলপারকে পাইনি। এক যাত্রীর সঙ্গে কথা হয়েছে, তার মুঠোফোন আর টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ছিনতাই, নাকি ডাকাতি অনেক সময় সাধারণ যাত্রীরা বুঝতে পারেন না। বাসের চালক-হেলপার এলে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি একই এলাকায় একটি বাসে যাত্রী ওঠানোর সময় কয়েকজন ছিনতাইকারী যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD