1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এএসআই বরখাস্ত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

এবার চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ফিরোজ রানা নামের পুলিশের এক উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফিরোজ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

 

গ্রামবাসী জানতে পেরে তাদের ধাওয়া করে। এসময় এএসআই ফিরোজের সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে ধরা পড়েন ফিরোজ। খবর পেয়ে রাত ১১টার দিকে ফিরোজকে উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

 

তিনি আরও জানান, ১০-১২ দিন আগে ফিরোজ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। তবে অনুমতি ছাড়া এবং সাদা পোশাকে মাদক অভিযানে যাওয়ার কারণে তাকে সাময়িক বরখান্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD