যদিও আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ভেবে দেখুন, আইসক্রিম খাচ্ছেন, এমন সময় সেখানে পেলেন সাপ। নিশ্চয়ই শরীর শিউরে উঠছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইসক্রিমের মধ্যে সাপ দেখে আতঙ্কিত না হয়ে ফেসবুকে পোস্ট করেন সেই ব্যক্তি। ছবিতে আইসক্রিমের সঙ্গে সাপটিকে একেবারে লেপটে থাকতে দেখা যায়।
থাইল্যান্ডের স্থানীয় সেই ব্যক্তি গত ৪ মার্চ ছবিটি ফেসবুকে শেয়ার করেন। পরদিন সন্ধ্যার মধ্যে হাজার হাজার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।
পোস্টের কমেন্টে অনেকে মজাও করেছেন। একজন কমেন্ট করেন, গরম আবহাওয়ায় সাপটি কি আবার বেঁচে উঠবে? কেউ আবার বলেছেন, এটি প্রোটিং বুস্টিং আইসক্রিম।
ধারণা করা হচ্ছে, আইসক্রিমে পাওয়া এ সাপটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইটের তথ্যমতে, এ ধরনের সাপ অত্যন্ত বিষাক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এ সাপের অস্তিত্ব পাওয়া