1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

আইসক্রিম থেকে বেরিয়ে এল বিষাক্ত সাপ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

যদিও আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ভেবে দেখুন, আইসক্রিম খাচ্ছেন, এমন সময় সেখানে পেলেন সাপ। নিশ্চয়ই শরীর শিউরে উঠছে।

এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছেন থাইল্যান্ডের এক ব্যক্তি। শুক্রবার (৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসক্রিমের মধ্যে সাপ দেখে আতঙ্কিত না হয়ে ফেসবুকে পোস্ট করেন সেই ব্যক্তি। ছবিতে আইসক্রিমের সঙ্গে সাপটিকে একেবারে লেপটে থাকতে দেখা যায়।

থাইল্যান্ডের স্থানীয় সেই ব্যক্তি গত ৪ মার্চ ছবিটি ফেসবুকে শেয়ার করেন। পরদিন সন্ধ্যার মধ্যে হাজার হাজার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে স্পষ্ট দেখা যায়, আইসক্রিমের সঙ্গে কালো-হলুদ রঙের সাপের মাথা বের হয়ে আছে। ক্যাপশনে তিনি লেখেন, ভ্রাম্যমান কার্ট থেকে তিনি এটি কিনেছিলেন।

পোস্টের কমেন্টে অনেকে মজাও করেছেন। একজন কমেন্ট করেন, গরম আবহাওয়ায় সাপটি কি আবার বেঁচে উঠবে? কেউ আবার বলেছেন, এটি প্রোটিং বুস্টিং আইসক্রিম।

ধারণা করা হচ্ছে, আইসক্রিমে পাওয়া এ সাপটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইটের তথ্যমতে, এ ধরনের সাপ অত্যন্ত বিষাক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এ সাপের অস্তিত্ব পাওয়া

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD