যদিওস্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত অভিনেত্রী পামেলা বাখ। আত্মহত্যা করে মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার’ অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করা এ তারকা। স্থানীয় সময় গত ৫ মার্চ নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
ট্যাবলয়েড সংবাদ সংস্থা এক প্রতিবেদনে অভিনেত্রী পামেলা বাখের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে আইন প্রয়োগকারী সূত্রের বরাত বলা হয়েছে, অভিনেত্রীর পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরে তার হলিউড হিলসের বাড়ি গিয়ে দরজা তালাবন্ধ দেখতে পান। এরপর সেখানে মৃত অবস্থায় পান পামেলা বাখকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৫ মার্চ রাত ১০টার পর প্যারামেডিকের একটি টিম অভিনেত্রীর বাড়ি পাঠানো হয়। প্যারামেডিকের টিম ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় পান পামেলা বাখকে। তবে সেখানে কোনো ধরনের সুসাইসাইড নাট পাওয়া যায়নি।
এ ঘটনায় লস অ্যাঞ্জেলেস মেডিকেল অফিস জানিয়েছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী পামেলা বাখ। এদিকে তার আত্মহত্যার খবরে শোক প্রকাশ করেছেন সাবেক স্বামী ডেভিড।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পামেলা বাখ। কিন্তু ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এ সংসারে দুই সন্তান রয়েছে।
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। আর ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে ডেবিউ হয় তার। তবে ১৯৮৩ সালে ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘রাম্বল ফিশ’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় তার। এছাড়া ‘সাইরেন্স’, ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’ ও ‘নাইট রাইডার’-এর মতো টিভি সিরিজে দেখা গেছে এ অভিনেত্রীকে।