এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। সেই সূত্র ধরে ওই মেয়ের বাড়িতে যাতায়াত ছিল। বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে।
এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছেলেটিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনা সত্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।