1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা, বলিউড ছাড়ার গুঞ্জন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
এবার সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।গত ৩ মার্চ প্রিয়ঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন বলে জানা গেছে। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুণেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া ২ লাখ টাকা।

অন্যদিকে, এর আগেও মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল তার। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন অভিনেত্রী। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন?

২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়ঙ্কা।

উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর এখনও পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD