1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান নায়ক রুবেলের

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

এবার জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশের আইনশৃঙ্খলার অবস্থা লাগাতার খারাপ হয়েছে। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ধর্ষণ ও নারী উত্তক্ত্যের ঘটনা। বাদ পড়ছে না অবলা শিশুও। একের পর এক ধর্ষণের ঘটনায় রীতিমতো শঙ্কিত দেশের নাগরিক।

এদিকে দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি। রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার।

এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’  শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি।

একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।’

এ সময় বিভিন্ন ধরণের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

এদিকে দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি রুবেলকে। তবে বিরতি ভেঙে আবারও কাজে ফিরেছেন অভিনেতা। রুবেলকে সর্বশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ। বেশ সাড়া ফেলেছে সিরিজটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD