1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

বুবলীকে নিশানা করে অপু বললেন ‘আদিখ্যেতা’!

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

যদিও সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা এখন  ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। এমন আবহে সাধারণদের পাশাপাশি নড়েচড়ে বসেছে দেশের তারকারাও। ইতোমধ্যে মেগাস্টার শাকিব খান, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, অভিনেতা নিলয় আলমগীরসহ অনেক তারকারাই এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারকারা দ্রুত ও কঠোর বিচার চেয়েছেন জড়িতদের।

এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের, আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মা-ও। কিন্তু বিনোদন অঙ্গনের মায়েদের কাছে সেই আবহ কতটা পৌঁছেছে, তা প্রশ্ন রেখেছে!

রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে ঢাকাই ছবির আরেক নায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।

কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন, শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে।

 

ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।

বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ অপু বিশ্বাসের এমন পোস্টে বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তার ছেলের ভিডিও পোস্ট করেছেন- এটিকে অপু বিশ্বাস ‌‘আদিখ্যেতা’ বলেছেন।

প্রসঙ্গত, অপু বিশ্বাস ও শবনম বুবলী এর পূর্বেও বহুবার আলোচনায় এসেছেন। বলা বাহুল্য, এই দুই নায়িকার চুলো-চুলিতে তিক্ত-বিরক্ত তাদের অনুসারীরাও। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরেই। যদিও শাকিব খান তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না, বরং অপু-বুবলীকে ‘অতীত’ বলেই দূরে সরিয়ে রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD