1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের, বড় রোগে আক্রান্ত সালমান’

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

যদিও বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা হলো শাহরুখ এবং সালমন খান অভিনীত ‘কারাণ অর্জুন’। ১৯৯৫ সালে রাকেশ রোশন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায়। দুই ভাই এবং তাদের পুনর্জন্ম নিয়ে এই ছবি। এরপরে আরও বেশকিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। পর্দার বাইরেও তাদের মধ্যকার বন্ধুত্বের কথা সবার জানা।

 

এদিকে সম্প্রতি ভারতের এক জ্যোতিষী জানিয়েছে শাহরুখ ও সালমনের দিন ফুরিয়ে আসছে।

এক সাক্ষাৎকারে জ্যোতিষী সুশীল কুমার সিংহ দাবি করেছেন, বড় রোগে আক্রান্ত সালমন, ‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের। তার এই মন্তব্যের জেরে দুই খানের ভক্তদের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন স্বঘোষিত জ্যোতিষী।

 

ওই স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৫ সাল শাহরুখ ও সালমনের জন্য কেমন হবে। তিনি বলেন, শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। অন্যদিকে সালমনের খারাপ সময় চলছে এবং আরও তিন বছর এইভাবে যাবে।

 

কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমনের একটি মিল খুজে বার করেছেন তিনি। এ বিষয়ে বলেন, সালমন খুব শীঘ্রই সালমন বড় অসুখে আক্রান্ত হবেন। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দু’জনের একটি মিল রয়েছে। ৬৭ বছর বয়সে একই সালে শাহরুখ ও সালমন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।

 

এখানেই শেষ নয়। সুশীল আরও দাবি করেছেন, সালমন ইতিমধ্যেই মারণব্যাধি রোগে আক্রান্ত। এই রোগ থেকে তিনি কখন সুস্থ হতে পারবেন না। এমনকি জীবনের শেষ দিনগুলি খুব কষ্টে কাটবে তার।

জ্যোতিষীর মন্তব্যে বেজায় চটেছেন খান সাহেবের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা অনৈতিক।

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD