আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর ৯ম তম আসর। শনিবার (২৪ ডিসেম্বর) এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই সাথে প্রকাশ করা হয়েছে আসন্ন বিপিএল এর পূর্নাঙ্গ সময়সূচী।
এবারের বিপিএল এর ৯ম আসরে অংশ নিচ্ছে মোট ৭টি দল। ৭ দলের ম্যাচ সংখ্যা হবে ৪৬ টি।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের বিপিএল এর ম্যাচ গুলো। প্রতিদিন দুটি করে খেলা মাঠে গড়াবে, খেলা শুরু হবে দিনে ও রাতে। দিনের খেলা শুরু হবে দুপুর ২ টায় এবং পরবর্তী খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেন্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল।
১২ ফ্রেব্রুয়ারী ঢাকাতে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ১৪ ফেব্রুয়ারী দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারীতে বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিপিএল এ সেমিফািইনাল ও ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।