1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাকিব ও অজ্ঞাতদের বিরুদ্ধে তামিমের বিস্ফোরক পোস্ট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫

যদিও গত রাত থেকেই দেশের ক্রিকেটে তোলপাড় চলছে নাসুম আহমেদকে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের চড় কান্ডের তদন্ত রিপোর্ট নিয়ে। গণমাধ্যমে ফাঁস হওয়া সেই রিপোর্টে থাকা সাকিব আল হাসানের বক্তব্য থেকে জানা যায়, নাসুমকে চড় মারার ঘটনাটি গণমাধ্যমকে জানান তামিম ইকবালও তৎকালীন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস! হাথুরুকে সরানোর পেছনেও তামিম কলকাঠি নাড়েন বলে অভিযোগ ছিল সাকিবের।

এবার এ বিষয়ে মুখ খুললেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পোস্টে সাবেক এই ওপেনার লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’ভক্তদের উদ্দেশ্যে তামিম লিখেছেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার   বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন।’

সবশেষে সাকিবকে ইঙ্গিত করে তামিম আরও লিখেছেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD