বসুন্ধরা কিংসের আমন্ত্রনে ঢাকায় আসছেন ব্রাজিল ফুটবলের প্রানভোমরা নেইমার। তবে, এখনও নেইমার আসার বিষয় চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের ভৈরবের রবিন মিয়া নেইমারের এজেন্টের সাথে যুক্ত আছেন। রবিন মিয়া বুধবার বসুন্ধরা কিংসের ইমরুল হাসানের সাথে নেইমারকে বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা করেন।
রবিন মিয়া বলেন, বাংলাদেশে আসার বিষয়ে নেইমারেের সাথে কথা হয়েছে তবে, এখও বাংলাদেশে আশার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বসুন্ধরা কিংসে ইমরুল হাসান বলেন, নেইমার আসলে বসুন্ধরা কিংসের সাথে যুক্ত করা যায় কিনা বা বসুন্ধরার পন্যের শুভেচ্ছাদূত বানানো যায় কিনা এই বিষয় পরিকল্পনা হচ্ছে।
নেইমারের অগনিত ফুটবলভক্ত রয়েছে বাংলাদেশে। এর আগে ২০১১ সালে মেসি বাংলাদেশে আসে।