চলমান বাংলাদেশ প্রিমিয়ারলীগ বিপিএল ছেড়ে দেশ ত্যাগ করছেন বেনি হাওয়েল ও সিকান্দার রাজা।
রংপুর রাইডারসের এই দুই খেলোয়াড় দুবাই অনুষ্ঠিত আইলটি – ২০ খেলতে বিপিএল ছেড়েছেন আজ।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী এবং ডেভিড মালান আইলটি -২০ লীগ খেলতে বিপিএল ছেড়েছেন।
একই সাথে বিপিএল এবং আইলটি -২০ লীগ হওয়ায় অনেকে বিদেশি রিক্রুটকে পাচ্ছে না বিপিএলের দলগুলো।
বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শেষে বন্দরনগরী চট্টগ্রামে পর্বের ম্যাচ শুরু হবে ১৩ তারিখ থেকে। এরপর শুরু হবে সিলেট পর্বের খেলা। সিলেট পর্ব শেষে ফের ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে বিপিএলের বাকি ম্যাচগুলা।।