1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্পন্সর পেল বিসিবি, জোড়া লাগালো পুরনো সম্পর্ক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
 ফের ‘রবি’র সাথে জুটি গড়তে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের স্পন্সর হিসেবে রবিতেই রাখছে আস্থা। ফলে ২০১৭ সালের পর ফের সাকিব-তামিমদের বুকে শোভা পাবে মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠানটির নাম।

বিশ্বকাপের পর থেকেই স্পন্সরহীন ছিল বাংলাদেশ দল। গত ৩০ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান দারাজের সাথে। বিশ্বকাপের পরের দুই সিরিজে তাই স্পন্সর ছাড়াই খেলেছিল টাইগাররা। অবশেষে শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন স্পন্সর রবিকে পাচ্ছে বিসিবি।

শ্রীলঙ্কা সিরিজ থেকেই তাদের স্পন্সর নিয়ে খেলবে বাংলাদেশ। মোবাইল সেবা দানকারী এই প্রতিষ্ঠানের সাথে ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী ২০২৭ সাল পর্যন্ত ক্রিকেট দলের জার্সিতে থাকবে তাদের নাম।

বিষয়টি দেশের একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু। জানা গেছে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে নতুন চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও জাতীয় দলের স্পন্সর ছিল রবি। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত দুই মেয়াদে বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। শেষ মেয়াদে ৬১ কোটি টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বত্ব কিনে নেয় তারা। তবে শেষটা ভালো হয়নি। মেয়াদ শেষ হবার এক বছর আগেই বিসিবির সাথে সম্পর্ক ছিন্ন করে রবি।

তবে প্রায় পাঁচ বছর পর ফের দুটো প্রতিষ্ঠান একসাথে জুটি গড়তে যাচ্ছে। একসাথে কাজ করবে ক্রিকেটের উন্নয়নে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD