দীপক চাহার ও তুষার দেশপাণ্ডে ভালো করতে না পারায় ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে এসে অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন বাঁহাতি এই পেসার।
নিজের করা দ্বিতীয় বলে চার খেলেও পরের বলেই ফাফ ডু প্লেসিকে বিদায় করেছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে পয়েন্টের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন ডু প্লেসি। তবে ডিপ পয়েন্টে থাকা রাচিন রবীন্দ্র সহজ ক্যাচ লুফে নেয়ায় ৩৫ রান করা বেঙ্গালুরু অধিনায়ককে ফিরতে হয়। ঝড় তোলা ডু প্লেসিকে ফিরিয়ে এবারের আসরে নিজের প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ।
একই ওভারে রজত পাতিদারকেও আউট করেছেন তিনি। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বাইরের গুড লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ক্যাচ দিয়েছেন। পাতিদারকে রানের খাতাই খুলতে দেননি মুস্তাফিজ। যেখানে প্রথম ওভারে বাঁহাতি পেসার ২ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৪ রান। প্রথম ওভারে ২ উইকেট পেলেও রুতুরাজ মুস্তাফিজকে দ্বিতীয়বার বল তুলে দিয়েছেন ইনিংসের ১২তম ওভারে।
নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই থিতু হওয়া কোহলিকে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। আজিঙ্কা রাহানে এবং রাচিন মিলে টিকিটাকা ক্যাচ নিলে কোহলিকে ফিরতে হয় ২১ রানে। এক বল পর ক্যামেরন গ্রিনকেও নিজের শিকার বানিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। তাতে নিজের প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজ।