1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

এশিয়া কাপের সূচী ঘোষণা করল এসিসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগে কখনো পরস্পরের কঠিন প্রতিপক্ষ ছিল না। কিন্তু সাপ্রতিক সময়ে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে বাইশগজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যে কোনো ক্রিকেট লড়াই। সে কারণে দুই দলের মুখোমুখি ম্যাচ মানেই আরেকটি উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। তবে এবার এমন লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারীরা।

মঙ্গলবার    নারীদের এশিয়া কাপের সূচী প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)  । শ্রীলঙ্কার ডাম্বুলায় হতে হতে যাওয়া এবারের আসরে স্বাগতিকদের গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আগামী ১৯ থেকে ২৮ জুলাই মাঠে গড়াবে এবারের আসর।

আসন্ন এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

 

 

নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপ আসরে সকল রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী। এশিয়া মহাদেশে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার দল বাড়ানো হয়েছে।

আসরের উদ্বোধনী দিন ১৯ জুলাই ভারত ও ইউএই ও পাকিস্তান ও নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন ২০ জুলাই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মোকাবিলা করবে শ্রীলঙ্কার।

 

 

গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ম্যাচ ২২ জুলাই থাইল্যান্ড এবং ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে। এছাড়া ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২১ জুলাই। গ্রুপপর্ব শেষে ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই নারী এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD