ব্যাট হাতে ভালো করতে পারছেন না, চারদিকে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলমান। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লিটন দাস যে ভীষণ চাপে থাকবেন, এটা সম্ভবত না বললেও চলে।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক পেয়ে আউট হয়েছেন লিটন। রান না পাওয়ার চেয়েও দলের চাপের মুহূর্তে লিটনের আউটের ধরনই বেশি সমালোচিত হচ্ছে। এমনকি লিটনকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। তবে লিটন চট্টগ্রাম টেস্টে পাশে পাচ্ছেন টিম ম্যানেজম্যান্টকে।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয় লিটন কুমার দাস। ফলে বাদ পড়েন তৃতীয় ওয়ানডের দল থেকে। সাদা বলের ক্রিকেটে তাকে বিবেচনায় না রাখলেও টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারে আস্থা ছিল নির্বাচককের।
তবে সিলেট টেস্ট ব্যর্থ লিটন। প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় আউট হয় শূন্য রানে। অবিবেচকের মতো শটে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এ অবস্থায় লিটনের উপর যে চাপ রয়েছে তার স্বীকার করেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।
দক্ষিণ আফ্রিকান কোচের দাবি এই লিটনের উপর এ চাপ আসছে বাইরে থেকে। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করেন নিক পোথাস। ফলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
শুক্রবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। এরপরই সংবাদ সম্মেলনে যোগ দেন ভারপ্রাপ্ত প্রধান কোচ পোথাস। শুরুতে তাকে কথা বলতে হয় লিটনের ফর্ম নিয়ে।
তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’
বাইরে থেকে কিসের চাপ, এর ব্যাখ্যায় পোথাস বলেন, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’
সমালোচনা থেকে ছাড় দিলে সাময়িক দুঃসময় লিটন কাটিয়ে উঠছেন বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকান এই কোচের, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে।’