1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

মেট্রোরেলে মাশরাফি

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

 

 

রাজধানীবাসীর স্বস্তির যানবাহন মেট্রোরেল। এমপি-মন্ত্রীদের মধ্যেও রয়েছে বিশাল উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে সামিল হয়েছেন নড়াইল-১ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। সাধারণ যাত্রীদের সাথে মেট্রোরেলে সচিবালয় গিয়েছেন মাশরাফী। পরে এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

। মাঠের ব্যস্ততা শেষে এবার যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে সচিবালয়ে গেছেন তিনি। তবে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি প্রিয় তারকাকে। পরে অবশ্য বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন।

 

 

রোববার মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান মাশরাফি। মেট্রোরেলে যাত্রা শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো।’ ছবিটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি এই ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

 

 

একজন লিখেছেন, ‘কিংবদন্তিরা কথায় নয়, বেঁচে থাকেন কাজে।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আমাদের কৌশিক আমাদের ভালোবাসা আমাদের গর্ব।’

 

 

প্রসঙ্গত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফি। এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে হুইপও নির্বাচিত হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD