। মাঠের ব্যস্ততা শেষে এবার যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে সচিবালয়ে গেছেন তিনি। তবে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি প্রিয় তারকাকে। পরে অবশ্য বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন।
রোববার মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান মাশরাফি। মেট্রোরেলে যাত্রা শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো।’ ছবিটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি এই ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
একজন লিখেছেন, ‘কিংবদন্তিরা কথায় নয়, বেঁচে থাকেন কাজে।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আমাদের কৌশিক আমাদের ভালোবাসা আমাদের গর্ব।’
প্রসঙ্গত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফি। এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে হুইপও নির্বাচিত হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।