1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড কলকাতার

  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
খুনে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সুনিল নারাইন। এরপর প্রতিপক্ষের বোলারদের তুলোধুনা করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগালেন আঙ্কৃষ রাঘুবানশি, আন্দ্রে রাসেলরা। শেষ পর্যন্ত অল্পের জন্য তা না পারলেও, নিজেদের সর্বোচ্চ সংগ্রহের কীর্তি গড়ল কলকাতা নাইট রাইডার্স।

গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ গড়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ।

ট্রাভিস হেডের ২৪ বলে ৬২, অভিষেক শর্মা ২৩ বলে ৬৩, এইডেন মার্করাম ২৮ বলে ৪২ আর শেষদিকে হেনরিক ক্লাসেন ৩৪ বলে ৮০ রানের অবিশ্বাস্য ইনিংসে হায়দরাবাদকে রেকর্ড সংগ্রহ এনে দেন।

 

সপ্তাহ না পেরোতেই সেই রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে চলে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ (বুধবার) শেষ ওভারে ১৪ রান নিলেই হায়দরাবাদকে ছাড়িয়ে যেতো শ্রেয়াস আয়ারের দল। সেটি হয়নি।

তবে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ঠিকই গড়ে ফেলেছে কলকাতা। ৭ উইকেটে তারা তুলেছে ২৭২ রান।

কলকাতার ওপেনার সুনিল নারিন ৩৯ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। চলতি আইপিএলে এটিই কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এছাড়া অঙ্করিশ রাঘুভানসি ২৭ বলে ৫৪, আন্দ্রে রাসেল ১৯ বলে ৪১ আর রিঙ্কু সিং ৮ বলে খেলেন ২৬ রানের ইনিংস।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD