1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

পাপনকে যে আর্জি সুজনের

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

 

 

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন খালেদ মাহমুদ সুজন। বিসিবি পরিচালক ছাপিয়ে কখনো কোচ, কখনো ম্যানেজার আবার কখনো তিনি হয়ে যান দলের টিম ডিরেক্টর।

নানা সময়ই জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। সর্বশেষ ভারত বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন টিম ডিরেক্টর হিসেবে। তবে সেখানে প্রাপ্য সম্মান পাননি বলে দাবি করেছেন সুজন। ভবিষ্যতে তাই আর জাতীয় দলের কোনো কাজে যেন তাকে না ডাকা হয় সেই অনুরোধই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে কাজ করছেন সুজন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আর কখনো জাতীয় দলের দায়িত্বও পালন করতে চান না তিনি।

যদিও এর আগেও জাতীয় দলে কাজ করতে না চাওয়ার কথা বলেও পরে সেই দায়িত্বে দেখা গেছে সুজনকে। সেটি অস্বীকার করেননি সুজন। তবে সেটি তিনি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে।

সুজন বলেন, ‘অনেক বার বলেছি (জাতীয় দলে ফিরব না)… গণমাধ্যমের সামনেই বলেছি। তবে সবসময় একটা কথা মানি, পাপন ভাই প্রেসিডেন্ট, মানে আমার অধিনায়ক। উনি যখন বলবেন ফাইন লেগে ফিল্ডিং করতে হবে, আমাকে ছুটে গিয়ে ফাইন লেগেই ফিল্ডিং করতে হবে। তবে আমার মনে হয়, পাপন ভাই আর বলবেন না আমাকে ফাইন লেগে যেতে।’

 

বর্তমানে দেশীয় ক্রিকেট নিয়েই ব্যস্ত সুজন। এখন সামলাচ্ছেন আবাহনীর দায়িত্ব। সর্বশেষ বিপিএলেও ছিলেন দুর্দান্ত ঢাকার কোচ। রাজশাহীতে ক্রিকেট একাডেমির কাজও করেন তিনি। এসব কাজ করেই খুশি বলে জানিয়েছেন সুজন।

নিজের সম্মানের কথা উল্লেখ করে বোর্ড সভাপতির কাছে অনুরোধও রেখেছেন সাবেক এই অলরাউন্ডার, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD