1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্যাটিংয়ে চেন্নাই , একাদশে মুস্তাফিজুর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। সবশেষ ম্যাচে প্রত্যাশিত বোলিং করতে না পারলেও লক্ষ্ণৌর বিপক্ষে একাদশে রয়েছেন ৫ ম্যাচে ১০ উইকেট নেয়া মুস্তাফিজু রহমান।

আইপিএলে আজ নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।     

পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের বর্তমান অবস্থান তিন নম্বরে। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে তারা ৪টিতে জিতেছে। আসরের প্রথম দুই ম্যাচে জয়ের পর মাঝে টানা দুই পরাজয় দেখেছিল চেন্নাই। এরপর আবার দুই জয় তুলে নিয়ে তারা শীর্ষ চারের দৌড়ে ওঠে এসেছে। অন্যদিকে, টানা তিন জয়ের পর দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে লোকেশ রাহুলের লখনৌ। এখন পর্যন্ত ৬ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান পাঁচে।

চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে শীর্ষে আছেন টাইগার এই পেসার। যদিও খুব বেশিদিন আর চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ।

এদিকে চেন্নাই আজ নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। ড্যারেল মিচেলের জায়গায় এসেছেন মঈন আলী, শার্দুলের পরিবর্তে দীপক চাহার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD