আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন ইংলিশ কিংবদন্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার বিদায়ের ঘোষণা দিয়ে ৪১ বছর বয়সী অ্যান্ডারসন বলেন, “শুধু এটুকু বলে রাখি, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।”
আগামী ১০ জুলাইয়ে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজে। প্রথম ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছরের পথচলার ইতি টানবেন তিনি।
গণমাধ্যমের খবর, ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাকালাম অ্যান্ডারসনকে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা ভবিষ্যতের দিকে নজর দিতে চান। ২০২৫-২৬ অ্যাশেজের কথা মাথায় রেখেই স্কোয়াড গড়তে চান তিনি। ম্যাকালাম নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডে উড়ে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দেন অভিজ্ঞ ব্রিটিশ পেসারকে।
বছরের শুরুর দিকে ভারত সফরের শেষ টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট ক্লাবের সদস্য হন অ্যান্ডারসন। পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট তারই। সিরিজে তার পারফরম্যান্সে কড়া নজর ছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। ৭ ইনিংসে ১১০ ওভার বল করে ১০টি উইকেট নেন তিনি।
এর আগে তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে খুব একটা ছন্দে ছিলেন না অ্যান্ডারসন। ৪ টেস্টের ৮টি ইনিংসে নেন মোটে ৫টি উইকেট।
অ্যান্ডারসন এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্টে নিয়েছেন ৭০০ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার, ম্যাচে ১০ উইকেট ৩ বার। সেরা বোলিং ৪২ রানে ৭ উইকেট। ম্যাচে সেরা বোলিং ৭১ রানে ১১ উইকেট। ব্যাট হাতে টেস্টে করেছেন ১৩৫৩ রান, হাফ-সেঞ্চুরি ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮১ রানের।
১৯৪টি ওয়ানডে ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার, সেরা বোলিং ২৩ রানে ৫ উইকেট। এই সংস্করণে ব্যাট হাতে করেছেন ২৭৩ রান।
অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৮টি। সেরা বোলিং ২৩ রানে ৩ উইকেট।