টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ৩টি ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দুই দল। শেষ ম্যাচে হারলেও সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
সিরিজজুড়ে বলে-ব্যাটে বাংলাদেশ আধিপত্য দেখালেও জিম্বাবুয়েও কিছু ক্ষেত্রে দেখিয়েছে দাপট। এই যেমন বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি ও লুক জংওয়ের বল খেলতে বেশ বেকায়দায় পড়তে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের। তাছাড়া ব্যাটে ব্রায়ান ব্রেনেট ও জোনাথন ক্যাম্পবেলরাও দেখিয়েছেন ঝলক। তবে আলো কেড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম-তাওহিদ হৃদয়রাই।
সিরিজে সবচেয়ে বেশি ১৬০ রান এসেছে তানজিদের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ রান করেছেন টাইগার টপ অর্ডার ব্যাটার হৃদয়। রান সংগ্রহে শীর্ষ পাঁচের পরের তিনজন আবার জিম্বাবুয়ের। তিনে থাকা ব্রায়ান বেনেটের পরেই আছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল ও বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা।
উইকেট সংগ্রহেও শীর্ষে বাংলাদেশি বোলার। ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তাসকিন আহমেদ। দুইয়ে আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফউদ্দিন। পরের দুই স্থানে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও জংওয়ে। সেরা পাঁচের আরেকজন বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান।
রান সংগ্রহে শীর্ষ ৫
খেলোয়াড়———-ম্যাচ—-রান—-গড়
তানজিদ হাসান——৫——-১৬০—৪০
তাওহিদ হৃদয়——–৫——-১৪০—৪৬.৬৬
ব্রায়ান বেনেট——–৫——-১৩৫—৩৩.৭৫
জোনাথন ক্যাম্পবেল-৪——-১০৫—৩৫
সিকান্দার রাজা——-৫——-৯৩—-২৩.২৫
উইকেট শিকারে শীর্ষ ৫
খেলোয়াড়————ম্যাচ—–উইকেট—–গড়
তাসকিন আহমেদ—–৪——–৮———৯.১২
মোহাম্মদ সাইফউদ্দিন-৪——–৮———১৮.৬২
ব্লেসিং মুজারাবানি——৫——–৭———১৬.৫৭
লুক জংওয়ে———–৫——–৭———১৯.২৮
সাকিব আল হাসান—–২——–৫——–৮.৮০