পাঁচ দিন বাদেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। ২৯ মে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের আগে খেলোয়াড় সংকটে পড়েছে দলটি। মোটেই নয় জন খেলোয়াড় হাতে রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, খেলোয়াড়দের ঘাটতি মেটাতে কোচিং স্টাফদের খেলানো হতে পারে ম্যাচটিতে।
এমনটা হবার মূল কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল পর্দা নেমেছে আসরটির। ফাইনালে ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের তিনজন ক্রিকেটার। এই তিন জনের সঙ্গে আরও কিছু ক্রিকেটারকে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া।
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ম্যাথিউ শর্ট রিজার্ভ তালিকায় থাকলেও দলের সঙ্গে যোগ দেবেন মূল ম্যাচের একদিন আগে। আইপিএলে খেলা গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন ও মার্কাস স্টয়নিসও ছুটিতে আছেন।
খেলোয়াড় সংকটের বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটকে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে আমাদের খেলোয়াড় সংকট রয়েছে। প্রস্তুতি ম্যাচ হওয়ায় আমরা নমনীয়তা দেখাচ্ছি। যারা আইপিএলে ছিল তারা তো খেলার মধ্যেই ছিল। আমরা তাদের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়েছি।’
মূল দলের ক্রিকেটার না থাকায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্র্যাড হজ কিংবা জর্জ বেইলিদের। এরা সকলেই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। আইসিসির নিয়ম অনুযায়ী প্রস্তুতি ম্যাচে এমন খেলোয়াড়েরা খেলতে পারবে তারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক। তাই কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে না অস্ট্রেলিয়াকে।