1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

এক চিতলে রামের মুখে এক চিলতা হাসি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১১ কেজি ওজনের একটি চিতল মাছ। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১০টার দিকে পদ্মা নদীতে জেলে রাম হালদারের জালে ধরা পড়ে মাছটি।জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে রাম হালদার ও তার সঙ্গীরা। এ সময় ওই জালে ধরা পড়ে বিশাল অকারের একটি চিতল।

পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুলাল বেপারীর মাছের আড়তে। সেখানে ১১ কেজি ৫০০ গ্রাম ওজন মেপে ১৬ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম।শহিদুল ইসলাম বলেন, ‘পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই উন্মুক্ত নিলাম ডাকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ওই চিতলটি কিনেছি।

খদ্দের পেলে সামান্য লাভে মাছটি আমি বিক্রি করবো।’রাম হালদার  বলেন, ‘নদীতে পানি কম থাকলে বড় মাছ খুব একটা পাওয়া যায় না। এই ঘূর্ণিঝড়ের (রিমাল) পর পদ্মায় পানি বেড়েছে। এখন জেলেদের জালে ছোট-বড় অনেক মাছ ধরা পড়ছে।

অনেক দিন পর আজ আমার জালে বড় চিতল ধরা পড়েছে। মাছটির ভাল দাম পেয়ে আমি খুব খুশি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD