অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। বৃষ্টি ও কন্ডিশনের সুবিধা আদায় করতে শুরুতে বোলিং করবেন অজিরা। বাংলাদেশ সময় সাড়ে ছটায় ম্যাচ শুরু হওয়ার কথা। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি।
বৃষ্টি হলেও তা প্রবল ছিল না। ক্রিকেটাররা মাঠের একপাশে অনুশীলন করছিলেন। যে কারণে টসে বিলম্ব হয়নি। সুপার এইটে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া চ্যালেঞ্জের পর এন্টিগায় ভারতের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। গ্রুপ পর্বে বাংলাদেশ তিন ম্যাচে জয় পেলেও ব্যাটিং ভালো হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। ব্যাটার জাকের আলীর জায়গায় সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী।