1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রোহিত শর্মাকে আউট করে টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেয়া প্রথম বোলার হলেন তিনি।

আজ ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারায় আজ ভারতীয়দের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুরুতেই রোহিত শর্মাকে আউট করেছেন সাকিব আল হাসান। ভারতীয় অধিনায়ককে সাজঘরের পথ দেখিয়ে দারুণ এক মাইলফলকও গড়েছেন সাকিব।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলার আভাস দিয়েছিলেন রোহিত শর্মা। ১০ বল খেলেই করেছিলেন ২৩ রান। চতুর্থ ওভারে সাকিবের বলে একটি করে ছয় এবং চার মেরেছিলেন তিনি। তবে এরপরই তাকে সাজঘরের পথ দেখান সাকিব। তার বলে জাকের আলী অনিকের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন রোহিত। রোহিতের উইকেট নেয়ার মধ্য দিয়েই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট

  • সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৫০
  • শাহিদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৯
  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৮
  • ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৭
  • সঈদ আজমল (পাকিস্তান) – ৩৬

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বাধিক উইকেট

  • টিম সাউদি (নিউ জিল্যান্ড) – ১৬৪
  • সাকিব আল হাসান (বাংলাদেশ) – ১৪৮
  • রশিদ খান (আফগানিস্তান) – ১৪৭
  • ইশ সোধি (নিউ জিল্যান্ড) – ১৩৮
  • মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ১২৭

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD