সার্বিয়াকে ২ – ০ গোলে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে উড়ন্ত শুরু ফেবারিট ব্রাজিলের। ব্রাজিল সার্বিয়ার ম্যাচে নেইমারা ঝলক দেখিয়েছে সারাক্ষণ, মাঝেমধ্যে সার্বিয়াও ছোট ছোট ঝলকে ব্রাজিলকে কাবু করার আপ্রান চেষ্টা চালায়, তবে তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
ম্যাচে ব্রাজিলের খেলােয়াড়রা সার্বিয়াকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল। ম্যাচের শুরুতেই ব্রাজিল গোল করার সুবর্ন সুযোগ নষ্ট করে, বার বার কাউন্টার অ্যাটাকে ব্যর্থ হয় সিলভা নেইমাররা ।
খেলার প্রথময়ার্ধে দু ‘দল গোলের দেখা না পেয়ে বিরতিতে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল জাদুকরী ফুটবল খেলা শুরু করে, টানা দু ‘গোল দিয়ে কিছুটা নির্ভার হয় ব্রাজিল। দু ‘দলের লড়াইটা প্রথময়ার্ধে সমানে সমানে থাকেলও শেষ পর্যন্ত ব্যাকফুটে চলে যায় সার্বিয়া, ম্যাচ ব্রাজিলের দখলে চলে আসে এবং ২- ০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।