1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠন আসছে

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

এবার ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ ধারণ করে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

শিগগির এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে আবু বাকের বলেন, ‘আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করব। সেখান থেকে নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। তবে নাম আত্মপ্রকাশের তারিখ পরে জানানো হবে।’

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠন আসার বিষয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD