1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

উড়োজাহাজ বানানো সেই জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

যদিও বিমানে কোনো দিন উঠতে না পারলেও নিজের তৈরি উড়োজাহাজে উড়ছেন বৈদ্যুতিক মিস্ত্রি জুলহাস। যে ঘটনা এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছেন মানিকগঞ্জের ছেলে উড়োজাহাজে তৈরি করা সেই জুলহাস। তারেক রহমানের নির্দেশে, জুলহাসকে নগদ ৫০ হাজার টাকা, সেই সাথে তিনি যেহেতু কোনো দিন বিমানে উঠেননি তাই তাকে বিমানে উঠানো এবং তার মেধাকে আরও এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি। এমনটাই জানান উপস্থিত নেতারা।

উপস্থিত ছিলেন- ‌’আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা। এ সময় আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এসেছি, তাকে সাহস জোগাতে। ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারে। জুলহাস নিজে কখনো প্লেনে না ওঠলেও নিজে প্লেন বানিয়েছে, তাই তাকে প্লেনে উঠানোর ব্যবস্থা করে প্লেনের যাবতীয় বিষয় অবলোকনের ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে আরও বড় বড় আবিষ্কার করতে পারেন। সেই প্রত্যাশা করে দলটি।

একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সব-সময় তার পাশে থাকবে বলে কথা দেন নেতারা। উল্লেখ্য, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদীভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা (বিলপাড়া) গ্রামে বাড়ি করে পরিবারসহ বসবাস করছেন জুলহাস। বাবা কৃষক জলিল মোল্লা। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন তিনি। অর্থাভাবে আর পড়া হয়নি। বর্তমানে ঢাকায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করেন জুলহাস।

জানা গেছে, শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। পড়াশোনার ইতি টানলেও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত। ২০২১ সালে যখন প্রথমবারের মতো আরসি (রিমোট কন্ট্রোল) প্লেন দেখেন, তখন ঠিক করেন নিজে একটা প্লেন বানাবেন। এরপর শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব, বইপত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি, কাঠামো সাজানো, সবকিছু করেছেন নিজেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এল। নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে আকাশে উড়েন তিনি।

জুলহাস মোল্লা বলেন, এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করি। চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার। এর কিছুদিন পর আল্ট্রালাইট বিমান তৈরির কথা মাথায় আসে। কিন্তু তাতে তেমন সফলতা আসেনি। পরে গত এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মূলত টাকার জোগান না থাকায় পাম্প ইঞ্জিন, আর অ্যালুমানিকনিয়াম, এসএস দিয়ে এটি তৈরি করা হয়। ওজন হয়েছে ১০০ কেজি। গতি পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার, অ্যালুমিনিয়াম দিয়ে পাখা তৈরি করা হয়েছে। ইঞ্জিন চলবে অকটেন অথবা পেট্রল দিয়ে। ঘণ্টায় গতি হবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার। উদ্ভাবক জুলহাস আরও বলেন, প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী আমাকে পাগল ভেবে হেলা করেছে। তবে এখন সবাই উৎসাহ আর বাহবা দিচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা পেলে এ নিয়ে কাজ করার আগ্রহ আছে।

জুলহাস জানান, ফায়ার অ্যালার্মের চাকরির পাশাপাশি চার বছর ধরে তিনি উড়োজাহাজ তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করছেন। শখের বসে তিনি প্রায় তিন বছর আগে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়িয়েছিলেন। তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন উড়োজাহাজটি। এই উড়োজাহাজটির যন্ত্রাংশ তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন জুলহাস। তবে গত চার বছরে এই কাজের পেছনে ৮-১০ লাখ টাকা খরচ হয়েছে। এরইমধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে একটি আর্থিক সহযোগিতা পেয়েছেন।

জুলহাস মোল্লার বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলত, একদিন দেখবে আমি কী বানাইছি। সারা দেশের মানুষ দেখবে। চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড়ানোর। প্রতিবছরই যমুনার চরে উড়ানোর চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল ৫০ ফুট ওপরে উড়ছে উড়োজাহাজটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD