1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

এ বছর নির্বাচন করা কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণআন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। স্যাম জাহানের নেওয়া সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারটি গ্রহণ করা হয় সরকার বরাদ্দকৃত নাহিদ ইসলামের বাসভবনে।সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখনো মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন করা কঠিন হবে।’গত বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার পর তাদের বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসে ড. ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে; যদিও দেশে অস্থিরতা অব্যাহত আছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সবাই আশা করেছিলাম, সাত মাসে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা যাবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমাদের প্রত্যাশার মতো হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি ব্যবস্থার মধ্যে আমি মনে করি না যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।’

ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যে সময়ের ইঙ্গিত দিয়েছেন, এই সময়সীমা নিয়ে উল্লেখযোগ্য রাজনীতিবিদ হিসেবে প্রথম নাহিদ ইসলামই সন্দেহ প্রকাশ করলেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুব-নেতৃত্বাধীন এনসিপি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। কয়েক দশক ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বজায় রেখেছে।এই দলগুলো আগাম নির্বাচনের দাবি জানিয়েছে এবং যুক্তি দিয়েছে, ক্ষমতা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ফিরিয়ে দেওয়া উচিত।

সম্প্রতি অস্থিরতার ঘটনাগুলোর মধ্যে হাসিনা সরকারের প্রতীকগুলোর ওপর হামলা এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের বিষয়গুলো উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা ও মন্দিরে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সহিংসতার এসব ঘটনা নিয়ে প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন যখনই হোক, তার জন্য প্রস্তুত থাকবে এনসিপি। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে আলোচনা করে  ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্র’ তৈরির পরিকল্পনা করছে। নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্র’-এর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ হবে। এই নথিটি বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার জনের প্রতি শ্রদ্ধা জানাবে। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করে নেয়।এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা এক মাসের মধ্যে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে, অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন স্থগিত করা উচিত।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশজুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি দলটির অর্থায়নে সহায়তা করছেন এবং এনসিপি শিগগিরই নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং করবে ও নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD