1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদরাতে চায়ের দোকানে যুবককে ‘ফিল্মি স্টাইলে’ গুলি

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
এবার খুলনায় এলাকার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন শাওন (৩৩) নামে এক যুবক। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তাকে ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায়।

রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম রূপসা বেড়িবাঁধ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইলে এসে শাওনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে শাওন গুলিবিদ্ধ হন। গুলি তার ডান হাতে লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাওন নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন তার বাবার মাছ ব্যবসা দেখাশোনা করেন। রাত ৮টার দিকে তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে ছয় যুবক তাকে গুলি করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, যেসব সন্ত্রাসীরা শাওনকে গুলি করেছে তাদের ধরতে অভিযান চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD