স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইলে এসে শাওনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে শাওন গুলিবিদ্ধ হন। গুলি তার ডান হাতে লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাওন নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন তার বাবার মাছ ব্যবসা দেখাশোনা করেন। রাত ৮টার দিকে তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে ছয় যুবক তাকে গুলি করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, যেসব সন্ত্রাসীরা শাওনকে গুলি করেছে তাদের ধরতে অভিযান চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।