1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমার ছেলের জীবনের বিনিময়ে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া: শহীদ মুগ্ধর বাবা

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫

এবার ঈদুল ফিতরের দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহীদদের স্মরণ ও তাদের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার ঈদের নামাজ শেষে শহীদ মীর মুগ্ধর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় শহীদ মুগ্ধর বাবা বলেন, “আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।” বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে শহীদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদ ফারহানের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন। এসময় তিনি কবরস্থানে উপস্থিত শহীদ শাকিল ও শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঈদের এই পবিত্র দিনে রাজনৈতিক নেতাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের পরিচয় বহন করে। শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো এই সকল কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD