এবার প্রতিপক্ষকে ফাঁসাতে পূজা মণ্ডপের সামনে আগুন জ্বালিয়ে ৯৯৯-এ ফোন দিয়েও শেষ রক্ষা হয়নি উপজেলার জয়দিয়া গ্রামের আমিনুল মোল্লার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে খবর দাতা আমিনুলকে যৌথ বাহিনী আটক করেছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার জয়দিয়া গ্রামের হালদার পাড়ার পূজা মণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, গতকাল হালদার পাড়ার পূজা মণ্ডপের সামনে খোলা জায়গায় কিছু শুকনা বাঁশের কুঞ্চিতে আগুন ধরিয়ে দেয় ওই এলাকার আমিনুল মোল্লা।
গ্রাম্য কোন্দলে অপর পক্ষকে ফাঁসাতে তিনি ৯৯৯-এ ফোনও দেন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়। এসময় আমিনুল মোল্লাকে পূর্বের একটি মামলায় পুলিশ আটক করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারপর থেকে সেখানে অপ্রতিকর ঘটনা এড়াতে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।পূজা মণ্ডপ সংলগ্ন বাড়ির মালিক নিত্য হালদার বলেন, পুজা মণ্ডপে ক্ষতি কেউ করেনি। মণ্ডপের সামনে রাখা সামন্য কিছু শুকনা কুঞ্চিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল। এটা তেমন কিছু না।
এ ব্যাপারে একটি জিডি হয়েছে বলে থানা সূত্র জানায়।