যদিও ভারতের উত্তর প্রদেশে শিবানী নামে এক তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল আর মাত্র ১০ দিন পর। নিমন্ত্রণপত্র ছাপানোসহ আত্মীয়-স্বজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। ঠিক তখনই আসে এক অপ্রত্যাশিত মোড়। কারণ, শিবানীর মা তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের আলিগড়ের মাদরাক থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা শিবানী। তিনি জানান, তার মা অনিতা কেবল তার হবু স্বামীর সঙ্গেই পালাননি বরং বাড়িতে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকার বেশি এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়নাও নিয়ে গেছেন।
শিবানী বলেন, ‘আগামী ১৬ এপ্রিল আমার রাহুল নামে একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আর আমার মা রোববার তারই সঙ্গে পালিয়ে গেছেন। গত তিন-চার মাস ধরে রাহুল ও আমার মা ফোনে অনেক কথা বলতেন। আমাদের আলমারিতে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়না ছিল। মা তার কথা মতোই সবকিছু করেছেন। এমনকি ১০ টাকাও ফেলে যাননি। আমার মা আমাদের সব টাকা নিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘এখন তিনি যা খুশি করতে পারেন, আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু চাই আমাদের টাকা ও গয়না ফেরত দেওয়া হোক।’