সমগ্র বিশ্বেরমতো ইংরেজি নববর্ষকে বরন করে নিল বাংলাদেশ। ফানুস ওড়ানো, ফোটকা ফোটানো মধ্যে দিয়ে এবং ঝকে ঝকে আলোকসজ্জ্বার ধাঁচে নববর্ষ উদযাপন করলো রাজধানী ঢাকাসহ সমগ্র দেশ।
ঘড়ির কাটায় যখন রাত ১২ টা ছুঁই ছুঁই তখনই ইংরেজি ২০২৩ সালকে স্বাগতম জানালো বাঙালিরা।
যদিও হ্যাপি নিউ ইয়ার উদযাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) কঠোর দিক নিদর্শনা ছিল।